আপনার যদি জন্ম নিবন্ধন ভুল থাকে তাহলে আপনি 7 থেকে14 দিন এর ভিতরে অনলাইনে আবেদন করে জন্ম নিবন্ধন সংশোধন করে ফেলতে পারবেন ।
আপনার জন্ম নিবন্ধন ভুল রয়েছে কোন বেপার না। আপনি জন্ম নিবন্ধনের ভুল অনলাইনের মাধ্যমে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা আগে নিশ্চিত হয়ে নিতে হবে।
ধাপ ১: জন্ম নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করুন:
প্রথমে https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটে ভিজিট করুন।এরপরে ন্যু থেকে জন্ম নিবন্ধন এটার উুপর ধরে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন এটার উপরে কিল্ক করুন । নিচের ছবিটি লক্ষ্য করুন।
ধাপ 2: জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন তথ্য বের করুন:
এরপরে আপনার ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ এবং ক্যাপচার কোড বসিয়ে দিন।।পরবর্তীতে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে।। আপনার নিবন্ধনের তথ্য দেখতে পারবেন নিচে। এর পর নির্বাচন করুন এই বাটনে ক্লিক করুন ।। নিচের ছবিটি লক্ষ্য করুন।
ধাপ 3: জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন
এবার আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের করতে পারবেন এবার ভালো করে লক্ষ্য করুন।আপনি এখানে দেখতে পারবেন সর্বোচ্চ আপনি কতবার জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।এরপর সংশোধিত তথ্য নির্বাচন করতে হবে। এরপর বিষয় থেকে নির্বাচনে ক্লিক করতে হবে।
1 |
এরপর আপনি যে বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টা সিলেক্ট করুন । আমি জন্ম তারিখ ঠিক করে দেখাচ্ছি এর পর আপনি এর চাহিত সংশোধিত তথ্য আপনার সঠিক তথ্য টি লিখুন। এর পর পাশে দেখুন লেখা আছে সংশোধনের কারন হিসেবে ভুল লিপিবদ্ধ করা এটা সিলেক্ট করুন ।। যদি ভুল হয় তাহলে Delete কিল্কে করে আবর নতুন করে শুরু করুন ।
আপনার যদি জন্মস্থান ঠিকানা বা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সংশোধন করা লাগে তাহলে আপনি সেটে সিলেক্ট করুন।এরপর আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা দিয়ে ঘরগুলো পূরণ করুন ।
এর পর সংযোজন কিল্ক করে আপনার জাতীয় পরিচয় পএ,
সার্টিফিকেট,পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করুন।
এবার আবেদনকারী তথ্য হিসেবে নিজ অপশনটি সিলেক্ট করুন । এরপর ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠান এটাতে ক্লিক করুন । দেখবেন আপনার দেওয়া ফোন নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি কোড গিয়েছে কোডটি আপনার ওটিপি অপশনে বসাতে হবে। এরপর পরবর্তীতে ক্লিক করলে পরে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে।